Sunday, April 26, 2020

প্রতিশোধ

এ তো হলো সাধারণ কোনো কাহিনী
প্রেম যেখানে জিতে যায় নির্বিবাদে
কখনো কখনো প্রেমকে হারিয়ে দেখও
প্রতিশোধ স্পৃহা জাগে কি মনে সাধে l

অন্ধকারে বাস যাদের এ পৃথিবীতে
তারাই জানে আলোর সঠিক মূল্য
শত্রুর মাঝে বসবাস করে যারা
বন্ধুত্ব তাদের কাছে আলোর শিখার তুল্য l

জীবনটা যদি বরফ জলের নদী
সূর্যের তেজে ভেসে যায় দুই কূল
রাতের আঁধারে তার কি আছে করার
হয় যদিও সে রঙিন কোনো ফুল l

রাতের আঁধারে গন্ধ ছড়ায় সে
সাদা কালোয় রঙিন ছবি আঁকে
বন্ধু তুমি খুঁজে পাবে কখনো
জীবন নদীর কঠোর কোনো বাঁকে l

উপেক্ষা মানে বন্ধুত্বের পথ শেষ
এরপর আর কিছু থাকে না বলার
প্রতিশোধ তোমার শক্ত করবে হাত
খুঁজে পাবে তুমি নতুন পথ চলার l

প্রতিশোধ হোক সুস্থ বিরোধী মতে
সমান্তরাল পথ তার পড়ে আছে
রাতের আঁধার ফিকে হয়ে যাক আজ
চাঁদটা উঠুক আরো খানিকটা কাছে l

Thursday, April 23, 2020

বৃষ্টির শহর

বৃষ্টির জলে ভেজে শহর, পরনে মিনিস্কাট,
ভিজে গায়েতে দেখতে লাগে একটু বেশি স্মার্ট l
বৃষ্টির জল বেয়াদব ভীষণ ভিজিয়েছে তার চুল,
ক্লাস নাইনে পড়ে সে এখন জানি না কোন স্কুল l
বৃষ্টির জলে ভিজেছে তার গোলাপের মত ঠোঁট,
শরীর জুড়ে খেলা করে জলের কণার জোট l
বৃষ্টির জল নোংরা হয়ে জড়িয়ে ধরে তার পা,
মেঘ বলছে দু এক ফোঁটা আমার জল খা l
বৃষ্টির জল গড়িয়ে পড়ে শহরের প্রতি অঙ্গে
আজকে আমি ভিজবো শহর শুধুই তোমার সঙ্গে l

Wednesday, April 22, 2020

বৃষ্টি ও রূপকথা

বৃষ্টি মানেই নতুন করে সৃষ্টি
বৃষ্টি মানেই নতুন প্রেমের বন্যা,
রূপকথার গল্প জাগে মনে
অচিন দেশের রূপসী রাজকন্যা l

গল্পের শেষ রাক্ষসীকে মেরে
রাজপুত্তুর করবে রাজ্য জয়,
রাজপুত্তুর কোন দেশেতে থাকে
পৌঁছাতে তার কতটা দেরি হয় l

পক্ষীরাজের ঘোড়ায় চড়ে আসে
বৃষ্টির জলে ভিজে এলোমেলো,
সময়টা এখন ভীষণ খামখেয়ালি
ঠাকুরমার ঝুলিটা একবার খোলো l

বৃষ্টি হলে প্রকৃতি সুর ধরে
নিজের তালে বাজায় বাদ্যযন্ত্র,
মন যদি খারাপ হয় কখনো
বৃষ্টি হতে পার মন ভালো করার মন্ত্র l

বৃষ্টির শব্দ নেশা লাগায় মনে
অদ্ভুত তার সুর ও তালের ছন্দ,
কখনো যদি ভালোবাসে ফেল তাকে
বলবে বৃষ্টি হয়োনা কখনো বন্ধ l

Tuesday, April 7, 2020

শহর কোলকাতা

আবারও বন্ধু দেখা হবে রবীন্দ্রসরোবর লেকে,
একসঙ্গে বাড়ি ফিরবো প্রিয়ায় সিনেমা দেখে l
সাউথ সিটিতে যাবো আবার সেলফি তোলার জন্যে,
কলেজের সামনে তোর অপেক্ষায়, ও শহুরে কন্যে l
নিউমার্কেটে দরাদরি করে কিনবো নানান জিনিস,
ইডেন গার্ডেনস এ হাততালি দেবো দেখে ম্যাচের ফিনিশ l
ট্রামে চড়ে ঝলমুড়ি খাবো পুরনো সেই শহরে,
নন্দনে গিয়ে আড্ডা দেবো ঠিক বেলা দ্বিপ্রহরে l
খ্রিস্টমাসের সন্ধ্যাবেলা পার্কস্ট্রীটের আলোর মেলা,
রাত জেগে ঠাকুর দেখা সঙ্গে প্রেমের কত খেলা l
কলেজের সামনে কাউন্টার করে, নেশার দ্রব্য হাতে,
কলকাতা তবু বেঁচে থাক ওই বাঙালির মাছে ভাতে l
কলকাতা থাক নিজেকে নিয়ে নিজের পুরনো ছন্দে,
কলকাতা থাক তোমার আমার সবার এক আনন্দে l

Saturday, April 4, 2020

ভালো থাক

ভালো আছে আমার স্বপ্ন আর মনের ইচ্ছেগুলো,
মনের ডাইরির পাতাগুলোতে জমতে দেয়নি ধুলো l
ভালো থাক হলুদ পাখির রঙবাহারি রূপ,
ভালো থাকি তুমি আমি সঙ্গে চিকেন সুপ l
ভালো থাক গায়ক পাখির মন ভোলানো গান,
ভালো কথা শুনে মোদের জুড়িয়ে যাবে প্রাণ l
তুমি ভালো থাকলে আমি ভালো এটাই হোক মন্ত্র,
সবাই মিলে শেষ করবো সকল ষড়যন্ত্র l
ভালো থাক মন রঙবেরঙের নানান রকম ফুলে,
ভালো থাক প্রেম বসন্তের মেলায় নাগরদোলায় দুলে l
ভালো থাক নদী জলে ভরে যদি স্রোতের অনুকূলে,
ভালো থাক মন প্রেমের কারণ সুগন্ধী সব ফুলে l

Thursday, April 2, 2020

তোমার সঙ্গে দেখা

তোমাকে যেদিন দেখেছিলাম হলুদ শাড়ি গায়ে,
মনের ভেতর ইচ্ছেগুলো দমাতে পারেনি নিজেকে l
তোমার মিষ্টি মুখখানি ছিল দুষ্টুমিতে ভরা,
ঠোঁটের কোণে হাসির ঝলক যেন কত দিনের চেনা l
দুহাতে ভর্তি ছিল রঙিন কাঁচের চুড়ি,
আমার মনের মধ্যে তখন ঝড়ের আকাশে ঘুড়ি l
তোমার শরীরের মিষ্টি গন্ধে আবেশিত হয়ে ওঠে মন,
তোমাকে দেখে মনে হচ্ছিল যেন কত দিনের আপনজন l
তোমার স্পর্শ পাওয়ার জন্য মন হয়ে ওঠে ব্যাকুল,
তোমাকে কাছে পাওয়ার জন্যে অতিক্রম করেছি বহুদূরে l
প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে বানিয়েছি শক্তিশালী,
তোমার চলার তরঙ্গ আকৃষ্ট করেছে এ মনকে l
তুমি আবির্ভূত হয়েছ এ মন জুড়ে বারবার,
যেন কোনো স্বপ্নের রাজ্যের রাজকন্যা রূপে l
তোমার ভালবাসা পরাজিত করেছে অন্য সকল ভালোবাসা কে,
অন্য সকল ভালোবাসা কে করেছে ম্লান l
স্বপ্নের রাজ্যের রাজকন্যার বেশে এ মনে শুধু তুমি,
তোমাকে পাওয়ার আশায় আমি কল্পনার জাল বুনি l
তুমি কি আমাকে স্থান দেবে তোর হৃদয়ের মাঝে,
যদি নাও পাই স্থান ভালোবেসে যাবো দূর থেকে তোমায় l

Monday, March 30, 2020

সংগ্রামী মন

তোমার সাথে দাঁড়িয়ে থাকি যখন পথের প্রান্তে,
তোমার ভালবাসার জাদুতে পথ খুলে যায় নতুন দিগন্তে l
তোমার মুখের হাসি দেখার জন্যে অতিক্রম করতে পারি বরফে ঢাকা সুউচ্চ শৃঙ্গ,
তোমার সাথে মিলিত হওয়ার জন্য লড়াই করতে পারি হিংস্র পশুর সঙ্গে l
তোমার হাত ধরার জন্যে অতিক্রম করতে পারি গভীর গহন অরণ্য,
যে অরণ্যের সূর্যর আলোর নেই প্রবেশ অধিকার,
তোমার ভালোবাসার জন্য অতিক্রম করতে পারি সে অরণ্য l
খরস্রোতা পাহাড়ি নদীর বুকে ভাসিয়েছি ভালোবাসার নৌকা,
তোমার সান্নিধ্যে সে নৌকা পাড়ি দিয়েছে অনেকটা পথ,
দুরন্ত ঝড় আটকাতে পারেনি তার গতিপথ,
ভালোবাসার ছোঁয়ায় সে ঝড় গেছে থেমে l
তোমাকে নিজের করে পাওয়ার জন্যে যে বাধা অতিক্রম করেছি,
তাতে বেড়েছে ভালোবাসার শক্তি,
তোমাকে কাছে পাওয়ার জন্যে শক্তিশালী হয়েছে সংগ্রামী মন l

Friday, March 27, 2020

পূর্ণতা

সবাই চায় একটা পূর্ণ ভালোবাসা,
যে ভালোবাসা পূর্ণিমার চাঁদের মতো আলোয়
ভরিয়ে তুলবে তার জীবন,
নদীর জলের মতো আঁকাবাঁকা গতিতে শীতলতা ছড়াবে মনে l
কারো জীবনে আসে তার অনুভূতি,
কেউ বা সারা জীবন জুড়ে ছুটে বেড়ায় তার খোঁজ,
রোজ সূর্য ওঠে অস্ত যায় পূর্ণতা নিয়ে,
তবু তার দেখা মেলে না l
প্রজাপতিরা ফুলের মধুর লোভে উড়ে বেড়ায় ফুলে ফুলে,
পূর্ণতা দেয় রঙিন ফুলকে l
রঙিন চাঁদের আলোয় সন্ধান করে প্রেমের,
খুঁজে পায় নদীর চরে বসে থাকা প্রেমের l
শীতল বাতাস মনের মধ্যে জাগিয়ে তোলে শিহরণ,
রাতের ফুলের মিষ্টি গন্ধে ব্যাকুল হয়ে ওঠে মন l
রঙিন দিনগুলি ফিরে পাওয়ার আশায় নিজেকে করে সজ্জিত,
বাকী থাকা প্রেম পূর্ণতা পাওয়ার আশায়
জাগিয়ে তোলে মনের ইচ্ছেগুলোকে,
রঙিন স্বপ্ন পূরণের স্বাদ পেতে চায় মন l
কল্পনার জাল বুনে চলে মন,
শোনে না কারোর বারণ l
পূর্ণতার স্বাদ সে পাবেই কোনো এক চাঁদনি রাতে,
স্বপ্নরা রচিত হয় তার মনের মাঝে l

ফিরে যেতে চাই

তোমার হাতে হাত ধরে হেঁটে যাওয়া পথটা আজ শুধু বিষণ্ণ করে,
বিকেলের সূর্যের রঙে রঙিন হয়ে উঠতো তোমার মিষ্টি মুখখানি,
তোমার হাতের নরম স্পর্শে শিহরণ জাগিয়ে ছিল আমার শরীরে,
তোমার ঠোঁটের স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠে আমার ঠোঁট,
পুরনো সেই পথে মিশে থাকা স্মৃতিরা আজও ফিরে যেতে চায় পুরনো সেই সব দিনে,
আমার মনের মতো করে তোমার সেই নিজেকে সজ্জিত করা,
সন্ধ্যের রাস্তার ধারে বসে থাকা তোর পছন্দের সেই খাবার,
আবারও খেয়ে চায় মন তোমার সাথে,
এখনও লেগে আছে সে সব খাদ্যের স্বাদে তোমার ভালো লাগা,
তোমার সমস্ত ভালো লাগা আমি আবারও পেতে চাই,
আমার মতো করে ফিরে যেতে চাই পুরনোর মাঝে l
যে দোকান গুলো জুড়ে সাজানো থাকে তোমার পছন্দের সবকিছু,
সে সব দোকানে ফিরে ফিরে যাই তোমার খোঁজে,
এখনও কি তুমি ভালোবাসো সে সবকিছু,
নাকি বদলে গেছে পছন্দ সবকিছুর মতো,
তোমার ভালো লাগাদের এখন আমার পছন্দের তালিকা জুড়ে তাদের স্থান,
ওরা কি হারিয়েছে তোমার মনে ওদের স্থান l
হয়তো কোনো এক গ্রীষ্মের বিকেলে আবারও দেখা হবে তোমার সাথে পুরনো সেই জায়গাটিতে, পুরনো পছন্দের মাঝে l
ফিরে পাবো কি তোমাকে আবারও আধুনিক কোনো সাজে l

Thursday, March 26, 2020

মায়াজাল

প্রথম যেদিন তোমায় দেখে ভালো লাগে ছিল,
সেদিন তোমার মিষ্টি হাসি সৃষ্টি করেছিল ভালোলাগার ক্ষণ l
তোমার উদাস করা দৃষ্টি মনের মধ্যে সৃষ্টি করেছিল ঝড়,
যে ঝড়ের সামনে উড়ে গেছিল আমার হৃদয়ের সব প্রতিরোধ l
তোমার বলা কথাগুলো গোলাপের পাপড়ির মতো উড়ে এসে ঝরে পড়ে আমার হৃদয়ে,
কোনো প্রতিরোধ ছাড়াই ধরা দিয়েছিল মন l
তোমার ঠোঁটের ওঠা নামার যাদুতে আচ্ছন্ন হয়ে পড়ে হৃদয়,
সম্মোহিত হওয়া মন যেন মানে না কোনো বাঁধন,
ধরা দেয় সে তোমার হৃদয় মাঝে l
সেদিন কোনো এক জাদুকরী তার শব্দের জালে বদ্ধ করে আমায়,
বহু চেষ্টাতেও ছড়াতে পারিনি সে বন্ধন,
হৃদয় পেয়েছিল কোনো এক মায়াজালের সন্ধান l
যতদিন গেছে সে বন্ধন বাড়িয়েছে তার শক্তি,
মন বুঝছে সে যাদুর বন্ধন থেকে নেই তার মুক্তি l

Tuesday, March 10, 2020

অব্যক্ত ভালোবাসা

ভালবাসাটা মনের ভিতরেই থাক না হয়,
হারিয়ে যাওয়ার থাকবে না কোনো ভয় l
সমস্ত কাজে ফুটে উঠুক ভালোবাসার ফুল,
তার কাছে চিন্তা থাকবে না, হওয়ার কোনো ভুল l
ইঙ্গিতেই ভরে যাক ভালোবাসার বাগান,
ভালোবাসার রঙে রঙিন হয়ে উঠুক ফাগুন l
অব্যক্ত ভালোবাসা রূপসী হয়ে উঠুক জোছনার রূপে,
কি প্রয়োজন ছিল ভালোবাসার ভাষার পূর্ণিমার রাতে l
গোলাপ এর রূপ খুঁজে পায় তার সন্ধান গ্রীষ্মের দুপুরে l
শীতল বাতাসের ছোঁয়ায় জেগে ওঠে ভালোবাসা,
সন্ধ্যের আলো আঁধারিতে ভরিয়ে তুলেছে প্রকৃতির রূপ l
ভালোবাসার ডানায় ভর করে উড়ে চলা ক্লান্ত পাখির ঝাঁক,
ফিরে পাক তাদের ভালোবাসার আশ্রয় প্রকৃতির মাঝে l
অব্যক্ত ভালোবাসা উড়ে চলে অনুভূতির ডানায় ভর করে,
মনের বিস্তৃতি যে অনেক দূর, যেন নীল আকাশের সীমান্ত l

একা চাঁদ

নির্জন রাতে একা চাঁদ ঘুরে একা সঙ্গীরখোঁজে
ভালোবাসার রাত একা কাটে নাকো ভিড় শহরের মাঝে l
হাজার তারার মাঝে চাঁদ যেন একা পেয়ে ছিল মন,
আকাশের সাথে সুখের রাত্রি কেটে ছিল কিছু ক্ষণ l
পৃথিবীর সাথে চাঁদের মিলন জোছনার রূপে ঝরে,
সুখের রাত্রি প্রেমের স্বাদে ভালোবাসার রূপ ভরে l
চাঁদ যেন তার ভরা যৌবন পূর্ণিমা রাতে ছড়ায়
পৃথিবীর রূপ ভালোবাসে তাকে গভীর বন্ধনে জড়ায় l

Monday, March 9, 2020

রঙবেরঙের শহর

শহর আজ রঙ মেখেছে রঙিন তার অঙ্গ,
শহর জুড়ে মানুষের মনে ফুটে উঠে নানান রঙ্গ l
রঙবেরঙের নানান রঙে নতুন সাজে মুখ,
মনের মাঝে উথলে উঠে গভীরে রাখা সুখ l
পুরনো মানুষ নতুনভাবে ধরা দিয়েছে আজ,
উৎসবের দিনে কারোর মনে নাই কোনো লাজ l
শহর জুড়ে ঘুরে বেড়ায় লাল নীল আর সবুজ,
রঙবেরঙে মেতে উঠেছে কাল ছিল যে অবুঝ l
রোদ ঝলমল শহর খানি রঙ দিয়ে আজ ঘেরা,
দিনের শেষে রঙ মেখে আজ সবার ঘরে ফেরা l

Tuesday, March 3, 2020

আবদ্ধ

বাসি হওয়া প্রেম যেন তার হারিয়ে গিয়েও না হারায়,
শুকিয়ে যাওয়া স্মৃতির মাঝে নতুনভাবে মন ভরায় l
প্রথম দেখার দিনটি যেন স্বপ্নের ঘরে বন্দি,
ফিরে পাওয়ার আশার সাথে করে বেড়ায় সন্ধি l
পুরনো প্রেম নতুনভাবে জাগিয়ে তোলার জন্যে,
হাতড়ে বেড়ায় সারাদিন স্মৃতির গভীর অরণ্যে l
পুরনো সেই জায়গাটিতে আবার যদি যাই,
নতুন কোনো আঙ্গিকে কি তোকে ফিরে পাই l
মনের মধ্যে উষ্ণতা ছড়ায় তোর শরীরের গন্ধ
ইচ্ছে গুলো মুক্তি পেল যা ছিল সব আবদ্ধ l

Saturday, February 22, 2020

কফি হাউস

কফির কাপে চুমুক দিয়ে মন মজে আজ আড্ডায়,
হালকা কিম্বা ভারি বিষয় সবকিছু চলছে ঠাট্টায় l
কফির কাপে চুমুক দিয়ে নতুন ইচ্ছের সৃষ্টি,
ভবিষ্যতের উত্তাপ মেখে আসবে খুশির বৃষ্টি l
কফির কাপে চুমুক দিয়ে বন্ধুত্বের চলা শুরু,
সমাজটাকে বদলে দিতে সবাই মোরা গুরু l
কফির কাপে চুমুক দিয়ে প্রেমের পথ চলা
কফি হাউসের শিক্ষা মোদের প্রেমের নানান কলা l

বন্ধুত্ব

গিনেস বুকে লেখা থাকবে অজানা সে তথ্য,
হাজার বছর পার করেও অটুট আছে বন্ধুত্ব l
বন্ধুত্ব ভরা দিন গুলিতে সূর্যের রঙ মেখে,
রাতের বেলা চাঁদের আলোয় থাকবে বন্ধুত্ব জেগে l
উদাস বাতাস মন ভালো করা শীতলতার ছোঁয়ায়,
বন্ধু তোর সান্নিধ্যে বন্ধুর মনটা গেছে খোয়ায় l
তবুও বন্ধুত্ব বসন্তের দিনে হলুদ রঙে সাজে
বন্ধুত্বের রঙ জমা থাকেনি পুরনো ডায়রির ভাঁজে l
আকাশের নীল বাতাসের সাথে বন্ধু হয়েছে যেদিন
জোছনার রূপে চাঁদের সাথে পৃথিবীর পরিচয় সেদিন l
বন্ধু মানেই প্রশ্ন ছাড়াই কাউকে বিশ্বাস
বন্ধুত্ব মানেই বন্ধু কে দেওয়া ভালো কিছুর আশ্বাস l

সৃষ্টি

হাতে যদি জাদু থাকে হবেই তাঁর জয়,
সৃষ্টি সুখে এগিয়ে যাবে কিসের তার ভয় l
হাতের তুলি সৃষ্টি করবে নতুন এক ইতিহাস,
হলুদ রঙে রাঙায় নিজেকে রূপসী ফাল্গুন মাস l
রঙের ছোঁয়ায় জীবন পেল নানান মনের ভাবনা,
সব কিছুকে ছাপিয়ে গেল সুন্দর মনের কল্পনা l
হাতের ছবি রাতের বেলা স্বপ্ন হয়ে ঘুরে,
আঁকড়ে ধরি স্বপ্ন কে সব যেন না যায় দূরে l
রঙের তুলি রঙিন করে জীবনের সব পথ,
তুলি হাতে জীবন ঘুরে চড়ে পুষ্প রথ l
স্রষ্টা তবু করেই চলে নতুন নতুন সৃষ্টি,
সৃষ্টির স্বাদ কখনো তেতো কখনো আবার মিষ্টি l
আবার যদি নতুন কোনো সৃষ্টির ইচ্ছে হয়,
সমাজটা কে সঠিক ভাবে আঁকে কি লাগে ভয় l
সূর্যের সাথে আঁধার মিলে পৃথিবীর রূপ আঁকা,
আঁধারটা কে বাদ দিলে কি পৃথিবী কি পুরো ফাঁকা l

নষ্ট মন

ছোঁয়ায় যদি মন নষ্ট হলে ভিড় মাঝে যেও না তুমি,
শরীর ছোঁয়ায় অপবিত্র হলে শত ভাগ হতো পবিত্র ভূমি l
শরীরের ক্লান্তি শরীর মেটায় মন পড়ে থাকে শান্ত,
তোমার কথা ভাবতে ভাবতে মন হয়ে যায় ক্লান্ত l
মনের ইচ্ছে মিছে মিছেই স্বপ্নকে করে নিজের,
মনে মধ্যে কল্পনারা নিজেই জানে ভাবে কি যে l
সুন্দরী তোমার রূপের উত্তপ্ত রাতের আঁধারে ফোটে,
মনের মাঝে ওই উত্তাপ রাতের স্বপ্ন হয়ে ওঠে l
সুন্দরী তোমার শাড়ির আঁচলে ভালোবাসা থাকে ধরা
রূপসী তোমার মনের ভেতর ভালোবাসা কি থাকে ভরা l
ইচ্ছেপূরণের স্বাদ আজ আদর মাখে গায়ে
হয়তো কখনো দেখা হয়ে যাবে কৃষ্ণচূড়ার ছায়ে l
সেদিন আবার নতুনভাবে সন্ধ্যা নামে প্রান্তরে
ভালোবাসা থাক বাইরের দাঁড়িয়ে নাই বা স্থান পেল অন্তরে l

প্রাসাদ

প্রাসাদ সে এক কষ্টের কাহিনী বহু স্মৃতি দিয়ে গড়া,
প্রতিদিনের কাহিনী লিখেতে নিজের সাথে লড়া l
প্রাসাদ গড়তে হাজার বিন্দু রক্ত হয়েছে ঘাম,
সকাল ঠিক আটটা হলেই করুণাময়ী তে জ্যাম l
প্রাসাদ সেতো সুন্দরী তোমার রূপের জন্যে গড়া,
প্রসাদ তার কুত্সিত রূপ রূপসী তোমায় ছাড়া l
প্রেমের প্রাসাদ মাঝে যেদিন রূপসীর রূপ ঝরে,
দূর আকাশের নীল রঙটি কে ডাকবে নাকি ঘরে l
প্রাসাদ সেতো আজকে তোমার কালকে অন্য কারো,
মনের কিনারে স্থান দিয়ো তাকে যদি তুমি পারো l
ভালোবাসা তবু লেখা থাকে তার প্রতিটি ইটের গায়ে,
প্রেম আগুনে পুড়ে গেলেও বাঁচে থেকে তার ছাইয়ে l
প্রেমিক তবুও গান ধরে রোজ ঠোঁটের উত্তপ্ত মেখে,
পাশ কাটিয়ে চলে যায় প্রেম দেখেও যেন নাই দেখে l

Friday, February 21, 2020

প্রেমের রঙ

তোর কি জানা আছে প্রেমের রঙ কি,
সূর্যের রঙে রঙিন করে প্রেম কিছুটা দি,
তোর কি জানা আছে প্রেমের বাড়ি কোথায়,
আকাশ জুড়ে মেঘেরা ওড়ে নীল রঙের বাসা সেথায় l
প্রেম কি রোজ সূর্যের সাথে ভালোবাসার আলো ছড়ায়,
প্রেম কি তবে সূর্যমুখীর সাজে দুই মন কে জড়ায় l
দূরের প্রান্তরে সূর্য যখন লাল রঙের ইচ্ছে,
গোলাপের ফুল ছাড়া কি প্রেম হয়ে যায় মিছে l
প্রেম যখন মাটির উপর অজানা বুনো ফুলের রূপে ফুটে,
তার ভাগ্যে কি প্রেমের উত্তাপ খানিকটা কম জোটে l
ঝড়ের রাতে প্রেমের সাথে হারিয়ে যায় মনের ব্যথা
বাতাসের সুরে হারিয়ে গেছে বলে না ওঠা কত কথা l
প্রেমের শরীর জুড়ে তবে কি চাঁপা ফুলের গন্ধ
প্রেম কি তবে বাসা বাঁধে যেথা মানব শরীরের রন্ধ্র l
সুন্দরী তোর প্রেমিক যেদিন ঝড়ের পূর্বে আসে
বাতাসের সুরে সুর মিলিয়ে তোকে কি ভালোবাসে l

এলজেব্রা

সুন্দরী তোমার খাতায় শুধু এলজেব্রার ছবি,
প্রেমের ছোঁয়ায় উদাস হাওয়া খাচ্ছে শুধুই খাবি l
সুন্দরী তোমার হাতের ভিতর পেন্সিল কেন আজ,
দূর আকাশে জমানো আছে তোমার জন্যে কাজ l
ইচ্ছে করে তোমার খাতায় দু একটা কথা লিখি,
তোমার থেকে আজ বিকেলে প্রেমের পাঠ শিখি l
দেবদাস এর কাছে তুমি যেন তাঁর হারানো চন্দ্রমুখী
আমাকে পেলেও জানি তোমার মন হবে না সুখী l
রূপসী তোমার রূপের রঙে রাঙিয়ে বিকেল আসে
আলতো ছোঁয়ায় মন ভরে যায় সন্ধ্যা বেলায় বাসে l
দূর আকাশের জোছনা ভরা জমানো কতই কথা
আনন্দ না থাক তবুও যেন বড়ই সুখের সে ব্যথা l

রাতবাতি

সূর্য ওঠে অপর প্রান্তে রাতবাতি খুঁজে মনের অজান্তে,
ভালোবাসা যদি ঢাকা পড়ে কোনো সূর্যের আলোয় ,
রাতবাতির রাতে ফুটে ওঠে তার সজ্জা ভালোয় l
সুন্দরীর মনে লজ্জা ঢাকে রাতবাতির রঙ,
তার আলোতে রূপসী নারীর কত ডং l
রাতবাতি তবু জেগে থাকে পুরো রাত জুড়ে,
সন্ধ্যা আকাশে রাতবাতি তার রূপ উড়ে l
উদাস মন তবু ভালোবাসে রাতবাতির সাঁঝ,
ক্লান্ত দিনের শ্রান্ত মনের শেষ হওয়া কাজ l
রাতের আঁধারে আশার আলো রাতবাতি
একলা বেলার ভালো লাগা সন্ধ্যের সাথী l
আকাশ জুড়ে সূর্য তারা কতই তার আলোর ধারা
কাছের সাথি রাতবাতি অভাব মেটায় দিন রাতি l
রাতের প্রাণীর সাথে লড়াই করে রাতবাতি
প্রশ্ন করে কি কেউ রাতবাতি তুই কোন জাতি l
স্বপ্নের সাথে সন্ধি করে আগামীর সুখ
রাতের বেলায় ফুটিয়ে তোলে ভবিষ্যতের মুখ l
রাতবাতি তবু আড়ালেই থাক দিনের আলোয়
রাতের বেলা দিনের টুকরো থাকুক ভালোয় l

রাতের রূপ

রাত না থাকলে নিজের বলে থাকে নাকি কিছু,
রাতের রূপ ফুটুক উঠে সূর্য ডোবার পিছু l
সূর্যের তবু অনেক কাজ অর্ধেক পৃথিবী বাকী,
দুপুরবেলা দেখতে হবে গরিবের অন্ন খেয়ে না দেয় তাকে ফাঁকি l কেউ যেন রোজ দিনের বেলা আলো অভাব বুঝতে নাই পারে, সূর্যের আলো রঙ ছড়িয়ে যায় সবার ঘরে ঘরে l
রাতের তারা চাঁদ ছাড়া কি স্বপ্ন ধরা দেয়,
রাতের আকাশ জুড়ে কল্পনার ছবি আঁকে l

ক্যাম্পাস

ক্যান্টিনের চায়ের কাপ ঠোঁটের উত্তাপ খুঁজে,
ভালো লাগা কিছুটা সময় মত্ত তর্ক বোঝে l
ক্যাম্পাসের পড়াশোনা খানিকক্ষণ মুখ বুজে,
ক্লাস শেষে আবার সে পছন্দসই সময় খোঁজে l
সমাজের সব পাপ ধুয়ে দেয় ক্যান্টিনের খাদ্য,
সমান আহার করে ছেলে মেয়ে গান ধরে সঙ্গে বাদ্য l
ক্যাম্পাসে ঘুরে ফেরে সুন্দরী নারী,
তার আঁচলে রঙিন রূপকথার সারি l
স্মার্ট সব ছেলেরা মেয়েদের পিছনে ঘুরে,
ধুতি পাঞ্জাবি পরা ছেলে হলে মেয়েরা থাকে তাদের থেকে দূরে l
মনের মিলনের আশায় রঙবেরঙের পোশাক পরে,
বাইকের গতি তাদের ভীষণ জোরে l
পিছনে যদি মেয়ে থাকে গাড়ি ঘুরিয়ে নতুন বাঁকে
মন যদি মত্ত হয় গাড়ি ঠেকায় পুরনো পাঁকে l
মন ভোলানো ডিওড্রেন্ট ছড়ায় মিষ্টি প্রেমের গন্ধ
প্রেম তাতেই ছড়িয়ে পড়ে শরীরের নানান রন্ধ্র l

স্বপ্নেরা ছড়ায় জোছনা

সূর্যের রঙে রাঙিয়ে নিজেকে নদীর জল সাজে,
বিকালের রোদের প্রতীক্ষায় রয় মন লাগে না কাজে l
রূপসী তোমার কাছে কি চাঁদের ঠিকানা আছে
নদীর জলে প্রেম করে রোজ অজানা দ্বীপের মাছে l
রাতের আঁধারে নারী শরীর মনে উত্তেজনার স্রোত
নদীর জলে কাঁকড়া তবুও পেতে থাকে রাতে ওৎ l
একবার যদি দাঁড়ার ভিতর আনতে পারে শিকার
শরীরটাকে শুষে নেয় যেন দারুণ কোন লিকার l
নেশায় মেশানো শরীর জুড়ে অধীর মনের বিচরণ
শরীর জুড়িয়ে শুরু হয়েছিল ভালোবাসার রসের ক্ষরণ l
কিছু সময় নষ্ট হয়েছে রাতের কিছুটা বাকী
রূপসী তুই কি অন্য কারোর মিছেই আমি ডাকি l
শরীরের চেয়েও বেশী ক্ষমতা মন জুড়ে তার বাস
একাই না হয় আমার জন্য নদীর তীরে যাস l
হয় তো কখনো নৌকায় চড়ে পৌঁছাবো তোর নদীর তীরে
নেশায় মেশানো বিকেলের নদী বয়ে চলে ধীরে ধীরে l
খোলা বাতাস কামনায় ভিজে ঘুরে ফেরে দ্বীপ দ্বীপান্তরে
মনের মানুষ ফিরে আসে তীরে যারে স্থান মিলে অন্তরে l
স্বপ্নরা তবু রাতের আঁধারে কল্পনার রূপে জ্বলে
রূপসী তোমার হাজির হওয়া রূপকথার রূপের ছলে l
স্বপ্নরা তবু কোনো একদিন সূর্যের সাথে জাগে
ফিকে হয়ে আসা মনের উপর সূর্যের রঙ লাগে l
সুন্দরী তোমার সাথে যদি দেখা হয় কোনো চাঁদনি রাতে
স্বপ্নের স্বাদ পূর্ণ হবে কি হাত ছুঁয়ে সুন্দরী হাতে l
তবুও দূরের জঙ্গল হতে শেয়াল উঠে ডেকে
নদীর জল নেশা ধরায় ভিড় করে সবাই লেকে l
খোলা হাওয়ায় ভিজে শরীর মনে কল্পনার উত্তেজনা
সুন্দরী তোমার সাথে এক রাত স্বপ্নেরা ছড়ায় জোছনা l
নদীর তীরে সুবাস ছড়ায় বুনো ফুলের রাশি
রাত ফুরিয়ে স্বপ্নের স্বাদ হয়ে যাবে ভোরে বাসি l
স্বপ্নরা তবু ভালোবাসে রোজ রাতের রঙে সেজে
ভাবনা ছাড়াই নৌকা ভাসায় গভীর নদীর মাঝে l