সবাই চায় একটা পূর্ণ ভালোবাসা,
যে ভালোবাসা পূর্ণিমার চাঁদের মতো আলোয়
ভরিয়ে তুলবে তার জীবন,
নদীর জলের মতো আঁকাবাঁকা গতিতে শীতলতা ছড়াবে মনে l
কারো জীবনে আসে তার অনুভূতি,
কেউ বা সারা জীবন জুড়ে ছুটে বেড়ায় তার খোঁজ,
রোজ সূর্য ওঠে অস্ত যায় পূর্ণতা নিয়ে,
তবু তার দেখা মেলে না l
প্রজাপতিরা ফুলের মধুর লোভে উড়ে বেড়ায় ফুলে ফুলে,
পূর্ণতা দেয় রঙিন ফুলকে l
রঙিন চাঁদের আলোয় সন্ধান করে প্রেমের,
খুঁজে পায় নদীর চরে বসে থাকা প্রেমের l
শীতল বাতাস মনের মধ্যে জাগিয়ে তোলে শিহরণ,
রাতের ফুলের মিষ্টি গন্ধে ব্যাকুল হয়ে ওঠে মন l
রঙিন দিনগুলি ফিরে পাওয়ার আশায় নিজেকে করে সজ্জিত,
বাকী থাকা প্রেম পূর্ণতা পাওয়ার আশায়
জাগিয়ে তোলে মনের ইচ্ছেগুলোকে,
রঙিন স্বপ্ন পূরণের স্বাদ পেতে চায় মন l
কল্পনার জাল বুনে চলে মন,
শোনে না কারোর বারণ l
পূর্ণতার স্বাদ সে পাবেই কোনো এক চাঁদনি রাতে,
স্বপ্নরা রচিত হয় তার মনের মাঝে l
Friday, March 27, 2020
পূর্ণতা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment