তোমার হাতে হাত ধরে হেঁটে যাওয়া পথটা আজ শুধু বিষণ্ণ করে,
বিকেলের সূর্যের রঙে রঙিন হয়ে উঠতো তোমার মিষ্টি মুখখানি,
তোমার হাতের নরম স্পর্শে শিহরণ জাগিয়ে ছিল আমার শরীরে,
তোমার ঠোঁটের স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠে আমার ঠোঁট,
পুরনো সেই পথে মিশে থাকা স্মৃতিরা আজও ফিরে যেতে চায় পুরনো সেই সব দিনে,
আমার মনের মতো করে তোমার সেই নিজেকে সজ্জিত করা,
সন্ধ্যের রাস্তার ধারে বসে থাকা তোর পছন্দের সেই খাবার,
আবারও খেয়ে চায় মন তোমার সাথে,
এখনও লেগে আছে সে সব খাদ্যের স্বাদে তোমার ভালো লাগা,
তোমার সমস্ত ভালো লাগা আমি আবারও পেতে চাই,
আমার মতো করে ফিরে যেতে চাই পুরনোর মাঝে l
যে দোকান গুলো জুড়ে সাজানো থাকে তোমার পছন্দের সবকিছু,
সে সব দোকানে ফিরে ফিরে যাই তোমার খোঁজে,
এখনও কি তুমি ভালোবাসো সে সবকিছু,
নাকি বদলে গেছে পছন্দ সবকিছুর মতো,
তোমার ভালো লাগাদের এখন আমার পছন্দের তালিকা জুড়ে তাদের স্থান,
ওরা কি হারিয়েছে তোমার মনে ওদের স্থান l
হয়তো কোনো এক গ্রীষ্মের বিকেলে আবারও দেখা হবে তোমার সাথে পুরনো সেই জায়গাটিতে, পুরনো পছন্দের মাঝে l
ফিরে পাবো কি তোমাকে আবারও আধুনিক কোনো সাজে l
Friday, March 27, 2020
ফিরে যেতে চাই
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment