Monday, March 30, 2020

সংগ্রামী মন

তোমার সাথে দাঁড়িয়ে থাকি যখন পথের প্রান্তে,
তোমার ভালবাসার জাদুতে পথ খুলে যায় নতুন দিগন্তে l
তোমার মুখের হাসি দেখার জন্যে অতিক্রম করতে পারি বরফে ঢাকা সুউচ্চ শৃঙ্গ,
তোমার সাথে মিলিত হওয়ার জন্য লড়াই করতে পারি হিংস্র পশুর সঙ্গে l
তোমার হাত ধরার জন্যে অতিক্রম করতে পারি গভীর গহন অরণ্য,
যে অরণ্যের সূর্যর আলোর নেই প্রবেশ অধিকার,
তোমার ভালোবাসার জন্য অতিক্রম করতে পারি সে অরণ্য l
খরস্রোতা পাহাড়ি নদীর বুকে ভাসিয়েছি ভালোবাসার নৌকা,
তোমার সান্নিধ্যে সে নৌকা পাড়ি দিয়েছে অনেকটা পথ,
দুরন্ত ঝড় আটকাতে পারেনি তার গতিপথ,
ভালোবাসার ছোঁয়ায় সে ঝড় গেছে থেমে l
তোমাকে নিজের করে পাওয়ার জন্যে যে বাধা অতিক্রম করেছি,
তাতে বেড়েছে ভালোবাসার শক্তি,
তোমাকে কাছে পাওয়ার জন্যে শক্তিশালী হয়েছে সংগ্রামী মন l

No comments:

Post a Comment