Thursday, April 2, 2020

তোমার সঙ্গে দেখা

তোমাকে যেদিন দেখেছিলাম হলুদ শাড়ি গায়ে,
মনের ভেতর ইচ্ছেগুলো দমাতে পারেনি নিজেকে l
তোমার মিষ্টি মুখখানি ছিল দুষ্টুমিতে ভরা,
ঠোঁটের কোণে হাসির ঝলক যেন কত দিনের চেনা l
দুহাতে ভর্তি ছিল রঙিন কাঁচের চুড়ি,
আমার মনের মধ্যে তখন ঝড়ের আকাশে ঘুড়ি l
তোমার শরীরের মিষ্টি গন্ধে আবেশিত হয়ে ওঠে মন,
তোমাকে দেখে মনে হচ্ছিল যেন কত দিনের আপনজন l
তোমার স্পর্শ পাওয়ার জন্য মন হয়ে ওঠে ব্যাকুল,
তোমাকে কাছে পাওয়ার জন্যে অতিক্রম করেছি বহুদূরে l
প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে বানিয়েছি শক্তিশালী,
তোমার চলার তরঙ্গ আকৃষ্ট করেছে এ মনকে l
তুমি আবির্ভূত হয়েছ এ মন জুড়ে বারবার,
যেন কোনো স্বপ্নের রাজ্যের রাজকন্যা রূপে l
তোমার ভালবাসা পরাজিত করেছে অন্য সকল ভালোবাসা কে,
অন্য সকল ভালোবাসা কে করেছে ম্লান l
স্বপ্নের রাজ্যের রাজকন্যার বেশে এ মনে শুধু তুমি,
তোমাকে পাওয়ার আশায় আমি কল্পনার জাল বুনি l
তুমি কি আমাকে স্থান দেবে তোর হৃদয়ের মাঝে,
যদি নাও পাই স্থান ভালোবেসে যাবো দূর থেকে তোমায় l

No comments:

Post a Comment