Sunday, April 26, 2020

প্রতিশোধ

এ তো হলো সাধারণ কোনো কাহিনী
প্রেম যেখানে জিতে যায় নির্বিবাদে
কখনো কখনো প্রেমকে হারিয়ে দেখও
প্রতিশোধ স্পৃহা জাগে কি মনে সাধে l

অন্ধকারে বাস যাদের এ পৃথিবীতে
তারাই জানে আলোর সঠিক মূল্য
শত্রুর মাঝে বসবাস করে যারা
বন্ধুত্ব তাদের কাছে আলোর শিখার তুল্য l

জীবনটা যদি বরফ জলের নদী
সূর্যের তেজে ভেসে যায় দুই কূল
রাতের আঁধারে তার কি আছে করার
হয় যদিও সে রঙিন কোনো ফুল l

রাতের আঁধারে গন্ধ ছড়ায় সে
সাদা কালোয় রঙিন ছবি আঁকে
বন্ধু তুমি খুঁজে পাবে কখনো
জীবন নদীর কঠোর কোনো বাঁকে l

উপেক্ষা মানে বন্ধুত্বের পথ শেষ
এরপর আর কিছু থাকে না বলার
প্রতিশোধ তোমার শক্ত করবে হাত
খুঁজে পাবে তুমি নতুন পথ চলার l

প্রতিশোধ হোক সুস্থ বিরোধী মতে
সমান্তরাল পথ তার পড়ে আছে
রাতের আঁধার ফিকে হয়ে যাক আজ
চাঁদটা উঠুক আরো খানিকটা কাছে l

No comments:

Post a Comment