বৃষ্টি মানেই নতুন করে সৃষ্টি
বৃষ্টি মানেই নতুন প্রেমের বন্যা,
রূপকথার গল্প জাগে মনে
অচিন দেশের রূপসী রাজকন্যা l
গল্পের শেষ রাক্ষসীকে মেরে
রাজপুত্তুর করবে রাজ্য জয়,
রাজপুত্তুর কোন দেশেতে থাকে
পৌঁছাতে তার কতটা দেরি হয় l
পক্ষীরাজের ঘোড়ায় চড়ে আসে
বৃষ্টির জলে ভিজে এলোমেলো,
সময়টা এখন ভীষণ খামখেয়ালি
ঠাকুরমার ঝুলিটা একবার খোলো l
বৃষ্টি হলে প্রকৃতি সুর ধরে
নিজের তালে বাজায় বাদ্যযন্ত্র,
মন যদি খারাপ হয় কখনো
বৃষ্টি হতে পার মন ভালো করার মন্ত্র l
বৃষ্টির শব্দ নেশা লাগায় মনে
অদ্ভুত তার সুর ও তালের ছন্দ,
কখনো যদি ভালোবাসে ফেল তাকে
বলবে বৃষ্টি হয়োনা কখনো বন্ধ l
No comments:
Post a Comment