বৃষ্টির জলে ভেজে শহর, পরনে মিনিস্কাট,
ভিজে গায়েতে দেখতে লাগে একটু বেশি স্মার্ট l
বৃষ্টির জল বেয়াদব ভীষণ ভিজিয়েছে তার চুল,
ক্লাস নাইনে পড়ে সে এখন জানি না কোন স্কুল l
বৃষ্টির জলে ভিজেছে তার গোলাপের মত ঠোঁট,
শরীর জুড়ে খেলা করে জলের কণার জোট l
বৃষ্টির জল নোংরা হয়ে জড়িয়ে ধরে তার পা,
মেঘ বলছে দু এক ফোঁটা আমার জল খা l
বৃষ্টির জল গড়িয়ে পড়ে শহরের প্রতি অঙ্গে
আজকে আমি ভিজবো শহর শুধুই তোমার সঙ্গে l
No comments:
Post a Comment