Saturday, April 4, 2020

ভালো থাক

ভালো আছে আমার স্বপ্ন আর মনের ইচ্ছেগুলো,
মনের ডাইরির পাতাগুলোতে জমতে দেয়নি ধুলো l
ভালো থাক হলুদ পাখির রঙবাহারি রূপ,
ভালো থাকি তুমি আমি সঙ্গে চিকেন সুপ l
ভালো থাক গায়ক পাখির মন ভোলানো গান,
ভালো কথা শুনে মোদের জুড়িয়ে যাবে প্রাণ l
তুমি ভালো থাকলে আমি ভালো এটাই হোক মন্ত্র,
সবাই মিলে শেষ করবো সকল ষড়যন্ত্র l
ভালো থাক মন রঙবেরঙের নানান রকম ফুলে,
ভালো থাক প্রেম বসন্তের মেলায় নাগরদোলায় দুলে l
ভালো থাক নদী জলে ভরে যদি স্রোতের অনুকূলে,
ভালো থাক মন প্রেমের কারণ সুগন্ধী সব ফুলে l

No comments:

Post a Comment