আবারও বন্ধু দেখা হবে রবীন্দ্রসরোবর লেকে,
একসঙ্গে বাড়ি ফিরবো প্রিয়ায় সিনেমা দেখে l
সাউথ সিটিতে যাবো আবার সেলফি তোলার জন্যে,
কলেজের সামনে তোর অপেক্ষায়, ও শহুরে কন্যে l
নিউমার্কেটে দরাদরি করে কিনবো নানান জিনিস,
ইডেন গার্ডেনস এ হাততালি দেবো দেখে ম্যাচের ফিনিশ l
ট্রামে চড়ে ঝলমুড়ি খাবো পুরনো সেই শহরে,
নন্দনে গিয়ে আড্ডা দেবো ঠিক বেলা দ্বিপ্রহরে l
খ্রিস্টমাসের সন্ধ্যাবেলা পার্কস্ট্রীটের আলোর মেলা,
রাত জেগে ঠাকুর দেখা সঙ্গে প্রেমের কত খেলা l
কলেজের সামনে কাউন্টার করে, নেশার দ্রব্য হাতে,
কলকাতা তবু বেঁচে থাক ওই বাঙালির মাছে ভাতে l
কলকাতা থাক নিজেকে নিয়ে নিজের পুরনো ছন্দে,
কলকাতা থাক তোমার আমার সবার এক আনন্দে l
Tuesday, April 7, 2020
শহর কোলকাতা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment