Sunday, April 17, 2022

আধুনিক ভারতবর্ষ

একশ তিরিশ কোটি স্বপ্ন নিয়ে এগিয়ে চলে দেশ
এ বিশ্বে কোনো শক্তি নেই যা করবে তাকে শেষ
গবেষণাগারে উন্নত বীজ, কৃষির শক্ত হাত
নিরন্ন আজ কেউ থাকে না, পেটপুরে খায় ভাত
মহাকাশ, চাঁদ জয় করে ভারত জয় করল মঙ্গল
ইসরোতে বসে গবেষণা করে, মঙ্গলে কি ছিল জঙ্গল ?
প্রয়োজনে সবই এখন উড়োজাহাজের যাত্রী
দিল্লি থেকে ফিরে আসবো হওয়ার আগে রাত্রি
জ্ঞানের আলো সবার ঘরে, সবার ঘরে শিক্ষা
বিদেশীরা ভারত এসে নেয় যোগের দীক্ষা
সব রোগের বিনাস করতে উন্নত আয়ুর্বেদ
সমাজটাকে ছিপছিপে রাখে জমতে দেয় না মেদ
শহরগুলোর গতি বাড়ায় শত উড়ালপুল
শীতের পোশাকের চাহিদা মেটায় সিন্থেটিক উল
ভারত এখন উজ্জ্বল নাম অলিম্পিকের মাঠে
শত বাধা দূর করে ওই সুমেরুতেও হাঁটে
দুর্যোগের পূর্বাভাস দেয় স্যাটেলাইটের গতি
প্রাকৃতিক দুর্যোগে আর হয় না তত ক্ষতি
প্রযুক্তির কল্যাণ এখন সবার হাতের মুঠোয়
ভিড়িয়ো কলে খুঁজে পাওয়া দৃশ্য শব্দ দুটোই
সমরাস্ত্রে উন্নত দেশ, পায় না কাউকে ভয়
বিদেশের মাটিতে শত্রু নিকাশ, অন্য রকম জয়
উন্নততর সভ্যতার পথ চলা যবে হবে শুরু
সব দেশের স্বীকৃতিতে ভারতবর্ষই হবে তাদের গুরু
দেশ নির্মিতা এদেশের মোরা, আট থেকে মোরা আশি
আগামীতেও গর্বিত হবো হয়ে ভারতবাসী

No comments:

Post a Comment