Tuesday, March 10, 2020

অব্যক্ত ভালোবাসা

ভালবাসাটা মনের ভিতরেই থাক না হয়,
হারিয়ে যাওয়ার থাকবে না কোনো ভয় l
সমস্ত কাজে ফুটে উঠুক ভালোবাসার ফুল,
তার কাছে চিন্তা থাকবে না, হওয়ার কোনো ভুল l
ইঙ্গিতেই ভরে যাক ভালোবাসার বাগান,
ভালোবাসার রঙে রঙিন হয়ে উঠুক ফাগুন l
অব্যক্ত ভালোবাসা রূপসী হয়ে উঠুক জোছনার রূপে,
কি প্রয়োজন ছিল ভালোবাসার ভাষার পূর্ণিমার রাতে l
গোলাপ এর রূপ খুঁজে পায় তার সন্ধান গ্রীষ্মের দুপুরে l
শীতল বাতাসের ছোঁয়ায় জেগে ওঠে ভালোবাসা,
সন্ধ্যের আলো আঁধারিতে ভরিয়ে তুলেছে প্রকৃতির রূপ l
ভালোবাসার ডানায় ভর করে উড়ে চলা ক্লান্ত পাখির ঝাঁক,
ফিরে পাক তাদের ভালোবাসার আশ্রয় প্রকৃতির মাঝে l
অব্যক্ত ভালোবাসা উড়ে চলে অনুভূতির ডানায় ভর করে,
মনের বিস্তৃতি যে অনেক দূর, যেন নীল আকাশের সীমান্ত l

No comments:

Post a Comment