Tuesday, March 3, 2020

আবদ্ধ

বাসি হওয়া প্রেম যেন তার হারিয়ে গিয়েও না হারায়,
শুকিয়ে যাওয়া স্মৃতির মাঝে নতুনভাবে মন ভরায় l
প্রথম দেখার দিনটি যেন স্বপ্নের ঘরে বন্দি,
ফিরে পাওয়ার আশার সাথে করে বেড়ায় সন্ধি l
পুরনো প্রেম নতুনভাবে জাগিয়ে তোলার জন্যে,
হাতড়ে বেড়ায় সারাদিন স্মৃতির গভীর অরণ্যে l
পুরনো সেই জায়গাটিতে আবার যদি যাই,
নতুন কোনো আঙ্গিকে কি তোকে ফিরে পাই l
মনের মধ্যে উষ্ণতা ছড়ায় তোর শরীরের গন্ধ
ইচ্ছে গুলো মুক্তি পেল যা ছিল সব আবদ্ধ l

No comments:

Post a Comment