Thursday, March 26, 2020

মায়াজাল

প্রথম যেদিন তোমায় দেখে ভালো লাগে ছিল,
সেদিন তোমার মিষ্টি হাসি সৃষ্টি করেছিল ভালোলাগার ক্ষণ l
তোমার উদাস করা দৃষ্টি মনের মধ্যে সৃষ্টি করেছিল ঝড়,
যে ঝড়ের সামনে উড়ে গেছিল আমার হৃদয়ের সব প্রতিরোধ l
তোমার বলা কথাগুলো গোলাপের পাপড়ির মতো উড়ে এসে ঝরে পড়ে আমার হৃদয়ে,
কোনো প্রতিরোধ ছাড়াই ধরা দিয়েছিল মন l
তোমার ঠোঁটের ওঠা নামার যাদুতে আচ্ছন্ন হয়ে পড়ে হৃদয়,
সম্মোহিত হওয়া মন যেন মানে না কোনো বাঁধন,
ধরা দেয় সে তোমার হৃদয় মাঝে l
সেদিন কোনো এক জাদুকরী তার শব্দের জালে বদ্ধ করে আমায়,
বহু চেষ্টাতেও ছড়াতে পারিনি সে বন্ধন,
হৃদয় পেয়েছিল কোনো এক মায়াজালের সন্ধান l
যতদিন গেছে সে বন্ধন বাড়িয়েছে তার শক্তি,
মন বুঝছে সে যাদুর বন্ধন থেকে নেই তার মুক্তি l

No comments:

Post a Comment