নির্জন রাতে একা চাঁদ ঘুরে একা সঙ্গীরখোঁজে
ভালোবাসার রাত একা কাটে নাকো ভিড় শহরের মাঝে l
হাজার তারার মাঝে চাঁদ যেন একা পেয়ে ছিল মন,
আকাশের সাথে সুখের রাত্রি কেটে ছিল কিছু ক্ষণ l
পৃথিবীর সাথে চাঁদের মিলন জোছনার রূপে ঝরে,
সুখের রাত্রি প্রেমের স্বাদে ভালোবাসার রূপ ভরে l
চাঁদ যেন তার ভরা যৌবন পূর্ণিমা রাতে ছড়ায়
পৃথিবীর রূপ ভালোবাসে তাকে গভীর বন্ধনে জড়ায় l
No comments:
Post a Comment