Monday, March 9, 2020

রঙবেরঙের শহর

শহর আজ রঙ মেখেছে রঙিন তার অঙ্গ,
শহর জুড়ে মানুষের মনে ফুটে উঠে নানান রঙ্গ l
রঙবেরঙের নানান রঙে নতুন সাজে মুখ,
মনের মাঝে উথলে উঠে গভীরে রাখা সুখ l
পুরনো মানুষ নতুনভাবে ধরা দিয়েছে আজ,
উৎসবের দিনে কারোর মনে নাই কোনো লাজ l
শহর জুড়ে ঘুরে বেড়ায় লাল নীল আর সবুজ,
রঙবেরঙে মেতে উঠেছে কাল ছিল যে অবুঝ l
রোদ ঝলমল শহর খানি রঙ দিয়ে আজ ঘেরা,
দিনের শেষে রঙ মেখে আজ সবার ঘরে ফেরা l

No comments:

Post a Comment