কফির কাপে চুমুক দিয়ে মন মজে আজ আড্ডায়,
হালকা কিম্বা ভারি বিষয় সবকিছু চলছে ঠাট্টায় l
কফির কাপে চুমুক দিয়ে নতুন ইচ্ছের সৃষ্টি,
ভবিষ্যতের উত্তাপ মেখে আসবে খুশির বৃষ্টি l
কফির কাপে চুমুক দিয়ে বন্ধুত্বের চলা শুরু,
সমাজটাকে বদলে দিতে সবাই মোরা গুরু l
কফির কাপে চুমুক দিয়ে প্রেমের পথ চলা
কফি হাউসের শিক্ষা মোদের প্রেমের নানান কলা l
No comments:
Post a Comment