Friday, February 21, 2020

রাতের রূপ

রাত না থাকলে নিজের বলে থাকে নাকি কিছু,
রাতের রূপ ফুটুক উঠে সূর্য ডোবার পিছু l
সূর্যের তবু অনেক কাজ অর্ধেক পৃথিবী বাকী,
দুপুরবেলা দেখতে হবে গরিবের অন্ন খেয়ে না দেয় তাকে ফাঁকি l কেউ যেন রোজ দিনের বেলা আলো অভাব বুঝতে নাই পারে, সূর্যের আলো রঙ ছড়িয়ে যায় সবার ঘরে ঘরে l
রাতের তারা চাঁদ ছাড়া কি স্বপ্ন ধরা দেয়,
রাতের আকাশ জুড়ে কল্পনার ছবি আঁকে l

No comments:

Post a Comment