Saturday, February 22, 2020

বন্ধুত্ব

গিনেস বুকে লেখা থাকবে অজানা সে তথ্য,
হাজার বছর পার করেও অটুট আছে বন্ধুত্ব l
বন্ধুত্ব ভরা দিন গুলিতে সূর্যের রঙ মেখে,
রাতের বেলা চাঁদের আলোয় থাকবে বন্ধুত্ব জেগে l
উদাস বাতাস মন ভালো করা শীতলতার ছোঁয়ায়,
বন্ধু তোর সান্নিধ্যে বন্ধুর মনটা গেছে খোয়ায় l
তবুও বন্ধুত্ব বসন্তের দিনে হলুদ রঙে সাজে
বন্ধুত্বের রঙ জমা থাকেনি পুরনো ডায়রির ভাঁজে l
আকাশের নীল বাতাসের সাথে বন্ধু হয়েছে যেদিন
জোছনার রূপে চাঁদের সাথে পৃথিবীর পরিচয় সেদিন l
বন্ধু মানেই প্রশ্ন ছাড়াই কাউকে বিশ্বাস
বন্ধুত্ব মানেই বন্ধু কে দেওয়া ভালো কিছুর আশ্বাস l

No comments:

Post a Comment