প্রাসাদ সে এক কষ্টের কাহিনী বহু স্মৃতি দিয়ে গড়া,
প্রতিদিনের কাহিনী লিখেতে নিজের সাথে লড়া l
প্রাসাদ গড়তে হাজার বিন্দু রক্ত হয়েছে ঘাম,
সকাল ঠিক আটটা হলেই করুণাময়ী তে জ্যাম l
প্রাসাদ সেতো সুন্দরী তোমার রূপের জন্যে গড়া,
প্রসাদ তার কুত্সিত রূপ রূপসী তোমায় ছাড়া l
প্রেমের প্রাসাদ মাঝে যেদিন রূপসীর রূপ ঝরে,
দূর আকাশের নীল রঙটি কে ডাকবে নাকি ঘরে l
প্রাসাদ সেতো আজকে তোমার কালকে অন্য কারো,
মনের কিনারে স্থান দিয়ো তাকে যদি তুমি পারো l
ভালোবাসা তবু লেখা থাকে তার প্রতিটি ইটের গায়ে,
প্রেম আগুনে পুড়ে গেলেও বাঁচে থেকে তার ছাইয়ে l
প্রেমিক তবুও গান ধরে রোজ ঠোঁটের উত্তপ্ত মেখে,
পাশ কাটিয়ে চলে যায় প্রেম দেখেও যেন নাই দেখে l
Saturday, February 22, 2020
প্রাসাদ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment