তোর কি জানা আছে প্রেমের রঙ কি,
সূর্যের রঙে রঙিন করে প্রেম কিছুটা দি,
তোর কি জানা আছে প্রেমের বাড়ি কোথায়,
আকাশ জুড়ে মেঘেরা ওড়ে নীল রঙের বাসা সেথায় l
প্রেম কি রোজ সূর্যের সাথে ভালোবাসার আলো ছড়ায়,
প্রেম কি তবে সূর্যমুখীর সাজে দুই মন কে জড়ায় l
দূরের প্রান্তরে সূর্য যখন লাল রঙের ইচ্ছে,
গোলাপের ফুল ছাড়া কি প্রেম হয়ে যায় মিছে l
প্রেম যখন মাটির উপর অজানা বুনো ফুলের রূপে ফুটে,
তার ভাগ্যে কি প্রেমের উত্তাপ খানিকটা কম জোটে l
ঝড়ের রাতে প্রেমের সাথে হারিয়ে যায় মনের ব্যথা
বাতাসের সুরে হারিয়ে গেছে বলে না ওঠা কত কথা l
প্রেমের শরীর জুড়ে তবে কি চাঁপা ফুলের গন্ধ
প্রেম কি তবে বাসা বাঁধে যেথা মানব শরীরের রন্ধ্র l
সুন্দরী তোর প্রেমিক যেদিন ঝড়ের পূর্বে আসে
বাতাসের সুরে সুর মিলিয়ে তোকে কি ভালোবাসে l
Friday, February 21, 2020
প্রেমের রঙ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment