Friday, February 21, 2020

রাতবাতি

সূর্য ওঠে অপর প্রান্তে রাতবাতি খুঁজে মনের অজান্তে,
ভালোবাসা যদি ঢাকা পড়ে কোনো সূর্যের আলোয় ,
রাতবাতির রাতে ফুটে ওঠে তার সজ্জা ভালোয় l
সুন্দরীর মনে লজ্জা ঢাকে রাতবাতির রঙ,
তার আলোতে রূপসী নারীর কত ডং l
রাতবাতি তবু জেগে থাকে পুরো রাত জুড়ে,
সন্ধ্যা আকাশে রাতবাতি তার রূপ উড়ে l
উদাস মন তবু ভালোবাসে রাতবাতির সাঁঝ,
ক্লান্ত দিনের শ্রান্ত মনের শেষ হওয়া কাজ l
রাতের আঁধারে আশার আলো রাতবাতি
একলা বেলার ভালো লাগা সন্ধ্যের সাথী l
আকাশ জুড়ে সূর্য তারা কতই তার আলোর ধারা
কাছের সাথি রাতবাতি অভাব মেটায় দিন রাতি l
রাতের প্রাণীর সাথে লড়াই করে রাতবাতি
প্রশ্ন করে কি কেউ রাতবাতি তুই কোন জাতি l
স্বপ্নের সাথে সন্ধি করে আগামীর সুখ
রাতের বেলায় ফুটিয়ে তোলে ভবিষ্যতের মুখ l
রাতবাতি তবু আড়ালেই থাক দিনের আলোয়
রাতের বেলা দিনের টুকরো থাকুক ভালোয় l

No comments:

Post a Comment