ক্যান্টিনের চায়ের কাপ ঠোঁটের উত্তাপ খুঁজে,
ভালো লাগা কিছুটা সময় মত্ত তর্ক বোঝে l
ক্যাম্পাসের পড়াশোনা খানিকক্ষণ মুখ বুজে,
ক্লাস শেষে আবার সে পছন্দসই সময় খোঁজে l
সমাজের সব পাপ ধুয়ে দেয় ক্যান্টিনের খাদ্য,
সমান আহার করে ছেলে মেয়ে গান ধরে সঙ্গে বাদ্য l
ক্যাম্পাসে ঘুরে ফেরে সুন্দরী নারী,
তার আঁচলে রঙিন রূপকথার সারি l
স্মার্ট সব ছেলেরা মেয়েদের পিছনে ঘুরে,
ধুতি পাঞ্জাবি পরা ছেলে হলে মেয়েরা থাকে তাদের থেকে দূরে l
মনের মিলনের আশায় রঙবেরঙের পোশাক পরে,
বাইকের গতি তাদের ভীষণ জোরে l
পিছনে যদি মেয়ে থাকে গাড়ি ঘুরিয়ে নতুন বাঁকে
মন যদি মত্ত হয় গাড়ি ঠেকায় পুরনো পাঁকে l
মন ভোলানো ডিওড্রেন্ট ছড়ায় মিষ্টি প্রেমের গন্ধ
প্রেম তাতেই ছড়িয়ে পড়ে শরীরের নানান রন্ধ্র l
Friday, February 21, 2020
ক্যাম্পাস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment