সূর্যের রঙে রাঙিয়ে নিজেকে নদীর জল সাজে,
বিকালের রোদের প্রতীক্ষায় রয় মন লাগে না কাজে l
রূপসী তোমার কাছে কি চাঁদের ঠিকানা আছে
নদীর জলে প্রেম করে রোজ অজানা দ্বীপের মাছে l
রাতের আঁধারে নারী শরীর মনে উত্তেজনার স্রোত
নদীর জলে কাঁকড়া তবুও পেতে থাকে রাতে ওৎ l
একবার যদি দাঁড়ার ভিতর আনতে পারে শিকার
শরীরটাকে শুষে নেয় যেন দারুণ কোন লিকার l
নেশায় মেশানো শরীর জুড়ে অধীর মনের বিচরণ
শরীর জুড়িয়ে শুরু হয়েছিল ভালোবাসার রসের ক্ষরণ l
কিছু সময় নষ্ট হয়েছে রাতের কিছুটা বাকী
রূপসী তুই কি অন্য কারোর মিছেই আমি ডাকি l
শরীরের চেয়েও বেশী ক্ষমতা মন জুড়ে তার বাস
একাই না হয় আমার জন্য নদীর তীরে যাস l
হয় তো কখনো নৌকায় চড়ে পৌঁছাবো তোর নদীর তীরে
নেশায় মেশানো বিকেলের নদী বয়ে চলে ধীরে ধীরে l
খোলা বাতাস কামনায় ভিজে ঘুরে ফেরে দ্বীপ দ্বীপান্তরে
মনের মানুষ ফিরে আসে তীরে যারে স্থান মিলে অন্তরে l
স্বপ্নরা তবু রাতের আঁধারে কল্পনার রূপে জ্বলে
রূপসী তোমার হাজির হওয়া রূপকথার রূপের ছলে l
স্বপ্নরা তবু কোনো একদিন সূর্যের সাথে জাগে
ফিকে হয়ে আসা মনের উপর সূর্যের রঙ লাগে l
সুন্দরী তোমার সাথে যদি দেখা হয় কোনো চাঁদনি রাতে
স্বপ্নের স্বাদ পূর্ণ হবে কি হাত ছুঁয়ে সুন্দরী হাতে l
তবুও দূরের জঙ্গল হতে শেয়াল উঠে ডেকে
নদীর জল নেশা ধরায় ভিড় করে সবাই লেকে l
খোলা হাওয়ায় ভিজে শরীর মনে কল্পনার উত্তেজনা
সুন্দরী তোমার সাথে এক রাত স্বপ্নেরা ছড়ায় জোছনা l
নদীর তীরে সুবাস ছড়ায় বুনো ফুলের রাশি
রাত ফুরিয়ে স্বপ্নের স্বাদ হয়ে যাবে ভোরে বাসি l
স্বপ্নরা তবু ভালোবাসে রোজ রাতের রঙে সেজে
ভাবনা ছাড়াই নৌকা ভাসায় গভীর নদীর মাঝে l
Friday, February 21, 2020
স্বপ্নেরা ছড়ায় জোছনা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment