Saturday, February 22, 2020

নষ্ট মন

ছোঁয়ায় যদি মন নষ্ট হলে ভিড় মাঝে যেও না তুমি,
শরীর ছোঁয়ায় অপবিত্র হলে শত ভাগ হতো পবিত্র ভূমি l
শরীরের ক্লান্তি শরীর মেটায় মন পড়ে থাকে শান্ত,
তোমার কথা ভাবতে ভাবতে মন হয়ে যায় ক্লান্ত l
মনের ইচ্ছে মিছে মিছেই স্বপ্নকে করে নিজের,
মনে মধ্যে কল্পনারা নিজেই জানে ভাবে কি যে l
সুন্দরী তোমার রূপের উত্তপ্ত রাতের আঁধারে ফোটে,
মনের মাঝে ওই উত্তাপ রাতের স্বপ্ন হয়ে ওঠে l
সুন্দরী তোমার শাড়ির আঁচলে ভালোবাসা থাকে ধরা
রূপসী তোমার মনের ভেতর ভালোবাসা কি থাকে ভরা l
ইচ্ছেপূরণের স্বাদ আজ আদর মাখে গায়ে
হয়তো কখনো দেখা হয়ে যাবে কৃষ্ণচূড়ার ছায়ে l
সেদিন আবার নতুনভাবে সন্ধ্যা নামে প্রান্তরে
ভালোবাসা থাক বাইরের দাঁড়িয়ে নাই বা স্থান পেল অন্তরে l

No comments:

Post a Comment