Friday, February 21, 2020

এলজেব্রা

সুন্দরী তোমার খাতায় শুধু এলজেব্রার ছবি,
প্রেমের ছোঁয়ায় উদাস হাওয়া খাচ্ছে শুধুই খাবি l
সুন্দরী তোমার হাতের ভিতর পেন্সিল কেন আজ,
দূর আকাশে জমানো আছে তোমার জন্যে কাজ l
ইচ্ছে করে তোমার খাতায় দু একটা কথা লিখি,
তোমার থেকে আজ বিকেলে প্রেমের পাঠ শিখি l
দেবদাস এর কাছে তুমি যেন তাঁর হারানো চন্দ্রমুখী
আমাকে পেলেও জানি তোমার মন হবে না সুখী l
রূপসী তোমার রূপের রঙে রাঙিয়ে বিকেল আসে
আলতো ছোঁয়ায় মন ভরে যায় সন্ধ্যা বেলায় বাসে l
দূর আকাশের জোছনা ভরা জমানো কতই কথা
আনন্দ না থাক তবুও যেন বড়ই সুখের সে ব্যথা l

No comments:

Post a Comment