Saturday, February 22, 2020

সৃষ্টি

হাতে যদি জাদু থাকে হবেই তাঁর জয়,
সৃষ্টি সুখে এগিয়ে যাবে কিসের তার ভয় l
হাতের তুলি সৃষ্টি করবে নতুন এক ইতিহাস,
হলুদ রঙে রাঙায় নিজেকে রূপসী ফাল্গুন মাস l
রঙের ছোঁয়ায় জীবন পেল নানান মনের ভাবনা,
সব কিছুকে ছাপিয়ে গেল সুন্দর মনের কল্পনা l
হাতের ছবি রাতের বেলা স্বপ্ন হয়ে ঘুরে,
আঁকড়ে ধরি স্বপ্ন কে সব যেন না যায় দূরে l
রঙের তুলি রঙিন করে জীবনের সব পথ,
তুলি হাতে জীবন ঘুরে চড়ে পুষ্প রথ l
স্রষ্টা তবু করেই চলে নতুন নতুন সৃষ্টি,
সৃষ্টির স্বাদ কখনো তেতো কখনো আবার মিষ্টি l
আবার যদি নতুন কোনো সৃষ্টির ইচ্ছে হয়,
সমাজটা কে সঠিক ভাবে আঁকে কি লাগে ভয় l
সূর্যের সাথে আঁধার মিলে পৃথিবীর রূপ আঁকা,
আঁধারটা কে বাদ দিলে কি পৃথিবী কি পুরো ফাঁকা l

No comments:

Post a Comment