Monday, March 30, 2020

সংগ্রামী মন

তোমার সাথে দাঁড়িয়ে থাকি যখন পথের প্রান্তে,
তোমার ভালবাসার জাদুতে পথ খুলে যায় নতুন দিগন্তে l
তোমার মুখের হাসি দেখার জন্যে অতিক্রম করতে পারি বরফে ঢাকা সুউচ্চ শৃঙ্গ,
তোমার সাথে মিলিত হওয়ার জন্য লড়াই করতে পারি হিংস্র পশুর সঙ্গে l
তোমার হাত ধরার জন্যে অতিক্রম করতে পারি গভীর গহন অরণ্য,
যে অরণ্যের সূর্যর আলোর নেই প্রবেশ অধিকার,
তোমার ভালোবাসার জন্য অতিক্রম করতে পারি সে অরণ্য l
খরস্রোতা পাহাড়ি নদীর বুকে ভাসিয়েছি ভালোবাসার নৌকা,
তোমার সান্নিধ্যে সে নৌকা পাড়ি দিয়েছে অনেকটা পথ,
দুরন্ত ঝড় আটকাতে পারেনি তার গতিপথ,
ভালোবাসার ছোঁয়ায় সে ঝড় গেছে থেমে l
তোমাকে নিজের করে পাওয়ার জন্যে যে বাধা অতিক্রম করেছি,
তাতে বেড়েছে ভালোবাসার শক্তি,
তোমাকে কাছে পাওয়ার জন্যে শক্তিশালী হয়েছে সংগ্রামী মন l

Friday, March 27, 2020

পূর্ণতা

সবাই চায় একটা পূর্ণ ভালোবাসা,
যে ভালোবাসা পূর্ণিমার চাঁদের মতো আলোয়
ভরিয়ে তুলবে তার জীবন,
নদীর জলের মতো আঁকাবাঁকা গতিতে শীতলতা ছড়াবে মনে l
কারো জীবনে আসে তার অনুভূতি,
কেউ বা সারা জীবন জুড়ে ছুটে বেড়ায় তার খোঁজ,
রোজ সূর্য ওঠে অস্ত যায় পূর্ণতা নিয়ে,
তবু তার দেখা মেলে না l
প্রজাপতিরা ফুলের মধুর লোভে উড়ে বেড়ায় ফুলে ফুলে,
পূর্ণতা দেয় রঙিন ফুলকে l
রঙিন চাঁদের আলোয় সন্ধান করে প্রেমের,
খুঁজে পায় নদীর চরে বসে থাকা প্রেমের l
শীতল বাতাস মনের মধ্যে জাগিয়ে তোলে শিহরণ,
রাতের ফুলের মিষ্টি গন্ধে ব্যাকুল হয়ে ওঠে মন l
রঙিন দিনগুলি ফিরে পাওয়ার আশায় নিজেকে করে সজ্জিত,
বাকী থাকা প্রেম পূর্ণতা পাওয়ার আশায়
জাগিয়ে তোলে মনের ইচ্ছেগুলোকে,
রঙিন স্বপ্ন পূরণের স্বাদ পেতে চায় মন l
কল্পনার জাল বুনে চলে মন,
শোনে না কারোর বারণ l
পূর্ণতার স্বাদ সে পাবেই কোনো এক চাঁদনি রাতে,
স্বপ্নরা রচিত হয় তার মনের মাঝে l

ফিরে যেতে চাই

তোমার হাতে হাত ধরে হেঁটে যাওয়া পথটা আজ শুধু বিষণ্ণ করে,
বিকেলের সূর্যের রঙে রঙিন হয়ে উঠতো তোমার মিষ্টি মুখখানি,
তোমার হাতের নরম স্পর্শে শিহরণ জাগিয়ে ছিল আমার শরীরে,
তোমার ঠোঁটের স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠে আমার ঠোঁট,
পুরনো সেই পথে মিশে থাকা স্মৃতিরা আজও ফিরে যেতে চায় পুরনো সেই সব দিনে,
আমার মনের মতো করে তোমার সেই নিজেকে সজ্জিত করা,
সন্ধ্যের রাস্তার ধারে বসে থাকা তোর পছন্দের সেই খাবার,
আবারও খেয়ে চায় মন তোমার সাথে,
এখনও লেগে আছে সে সব খাদ্যের স্বাদে তোমার ভালো লাগা,
তোমার সমস্ত ভালো লাগা আমি আবারও পেতে চাই,
আমার মতো করে ফিরে যেতে চাই পুরনোর মাঝে l
যে দোকান গুলো জুড়ে সাজানো থাকে তোমার পছন্দের সবকিছু,
সে সব দোকানে ফিরে ফিরে যাই তোমার খোঁজে,
এখনও কি তুমি ভালোবাসো সে সবকিছু,
নাকি বদলে গেছে পছন্দ সবকিছুর মতো,
তোমার ভালো লাগাদের এখন আমার পছন্দের তালিকা জুড়ে তাদের স্থান,
ওরা কি হারিয়েছে তোমার মনে ওদের স্থান l
হয়তো কোনো এক গ্রীষ্মের বিকেলে আবারও দেখা হবে তোমার সাথে পুরনো সেই জায়গাটিতে, পুরনো পছন্দের মাঝে l
ফিরে পাবো কি তোমাকে আবারও আধুনিক কোনো সাজে l

Thursday, March 26, 2020

মায়াজাল

প্রথম যেদিন তোমায় দেখে ভালো লাগে ছিল,
সেদিন তোমার মিষ্টি হাসি সৃষ্টি করেছিল ভালোলাগার ক্ষণ l
তোমার উদাস করা দৃষ্টি মনের মধ্যে সৃষ্টি করেছিল ঝড়,
যে ঝড়ের সামনে উড়ে গেছিল আমার হৃদয়ের সব প্রতিরোধ l
তোমার বলা কথাগুলো গোলাপের পাপড়ির মতো উড়ে এসে ঝরে পড়ে আমার হৃদয়ে,
কোনো প্রতিরোধ ছাড়াই ধরা দিয়েছিল মন l
তোমার ঠোঁটের ওঠা নামার যাদুতে আচ্ছন্ন হয়ে পড়ে হৃদয়,
সম্মোহিত হওয়া মন যেন মানে না কোনো বাঁধন,
ধরা দেয় সে তোমার হৃদয় মাঝে l
সেদিন কোনো এক জাদুকরী তার শব্দের জালে বদ্ধ করে আমায়,
বহু চেষ্টাতেও ছড়াতে পারিনি সে বন্ধন,
হৃদয় পেয়েছিল কোনো এক মায়াজালের সন্ধান l
যতদিন গেছে সে বন্ধন বাড়িয়েছে তার শক্তি,
মন বুঝছে সে যাদুর বন্ধন থেকে নেই তার মুক্তি l

Tuesday, March 10, 2020

অব্যক্ত ভালোবাসা

ভালবাসাটা মনের ভিতরেই থাক না হয়,
হারিয়ে যাওয়ার থাকবে না কোনো ভয় l
সমস্ত কাজে ফুটে উঠুক ভালোবাসার ফুল,
তার কাছে চিন্তা থাকবে না, হওয়ার কোনো ভুল l
ইঙ্গিতেই ভরে যাক ভালোবাসার বাগান,
ভালোবাসার রঙে রঙিন হয়ে উঠুক ফাগুন l
অব্যক্ত ভালোবাসা রূপসী হয়ে উঠুক জোছনার রূপে,
কি প্রয়োজন ছিল ভালোবাসার ভাষার পূর্ণিমার রাতে l
গোলাপ এর রূপ খুঁজে পায় তার সন্ধান গ্রীষ্মের দুপুরে l
শীতল বাতাসের ছোঁয়ায় জেগে ওঠে ভালোবাসা,
সন্ধ্যের আলো আঁধারিতে ভরিয়ে তুলেছে প্রকৃতির রূপ l
ভালোবাসার ডানায় ভর করে উড়ে চলা ক্লান্ত পাখির ঝাঁক,
ফিরে পাক তাদের ভালোবাসার আশ্রয় প্রকৃতির মাঝে l
অব্যক্ত ভালোবাসা উড়ে চলে অনুভূতির ডানায় ভর করে,
মনের বিস্তৃতি যে অনেক দূর, যেন নীল আকাশের সীমান্ত l

একা চাঁদ

নির্জন রাতে একা চাঁদ ঘুরে একা সঙ্গীরখোঁজে
ভালোবাসার রাত একা কাটে নাকো ভিড় শহরের মাঝে l
হাজার তারার মাঝে চাঁদ যেন একা পেয়ে ছিল মন,
আকাশের সাথে সুখের রাত্রি কেটে ছিল কিছু ক্ষণ l
পৃথিবীর সাথে চাঁদের মিলন জোছনার রূপে ঝরে,
সুখের রাত্রি প্রেমের স্বাদে ভালোবাসার রূপ ভরে l
চাঁদ যেন তার ভরা যৌবন পূর্ণিমা রাতে ছড়ায়
পৃথিবীর রূপ ভালোবাসে তাকে গভীর বন্ধনে জড়ায় l

Monday, March 9, 2020

রঙবেরঙের শহর

শহর আজ রঙ মেখেছে রঙিন তার অঙ্গ,
শহর জুড়ে মানুষের মনে ফুটে উঠে নানান রঙ্গ l
রঙবেরঙের নানান রঙে নতুন সাজে মুখ,
মনের মাঝে উথলে উঠে গভীরে রাখা সুখ l
পুরনো মানুষ নতুনভাবে ধরা দিয়েছে আজ,
উৎসবের দিনে কারোর মনে নাই কোনো লাজ l
শহর জুড়ে ঘুরে বেড়ায় লাল নীল আর সবুজ,
রঙবেরঙে মেতে উঠেছে কাল ছিল যে অবুঝ l
রোদ ঝলমল শহর খানি রঙ দিয়ে আজ ঘেরা,
দিনের শেষে রঙ মেখে আজ সবার ঘরে ফেরা l

Tuesday, March 3, 2020

আবদ্ধ

বাসি হওয়া প্রেম যেন তার হারিয়ে গিয়েও না হারায়,
শুকিয়ে যাওয়া স্মৃতির মাঝে নতুনভাবে মন ভরায় l
প্রথম দেখার দিনটি যেন স্বপ্নের ঘরে বন্দি,
ফিরে পাওয়ার আশার সাথে করে বেড়ায় সন্ধি l
পুরনো প্রেম নতুনভাবে জাগিয়ে তোলার জন্যে,
হাতড়ে বেড়ায় সারাদিন স্মৃতির গভীর অরণ্যে l
পুরনো সেই জায়গাটিতে আবার যদি যাই,
নতুন কোনো আঙ্গিকে কি তোকে ফিরে পাই l
মনের মধ্যে উষ্ণতা ছড়ায় তোর শরীরের গন্ধ
ইচ্ছে গুলো মুক্তি পেল যা ছিল সব আবদ্ধ l